Country

3 hours ago

Rajnath singh: প্রয়াগরাজে গঙ্গা আরতি করলেন রাজনাথ সিং, ডুবও দিলেন ত্রিবেণী সঙ্গমে

Rajnath Singh
Rajnath Singh

 

প্রয়াগরাজ, ১৮ জানুয়ারি : উত্তর প্রদেশের প্রয়াগরাজে গঙ্গা আরতি করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ডুবও দিলেন ত্রিবেণী সঙ্গমে। শনিবার মহাকুম্ভ মেলার ষষ্ঠদিনে প্রয়াগরাজে আসেন রাজনাথ সিং। প্রথমে গঙ্গা আরতি করেন তিনি। এরপর গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ছিলেন বিজেপির সাংসদ সুধাংশু ত্রিবেদী ও দলের অন্যান্য নেতারা। তাঁরাও গঙ্গা আরতি করেন এবং ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করেন।

You might also like!