নয়াদিল্লি, ১৩ জানুয়ারি: উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের সূচনায় আনন্দ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "পৌষ পূর্ণিমায় পবিত্র স্নানের মধ্য দিয়ে আজ থেকে প্রয়াগরাজের পুণ্যভূমিতে মহাকুম্ভ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত এই ঐশ্বরিক অনুষ্ঠানে আমি সমস্ত ভক্তদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা কামনা করছি, ভারতীয় আধ্যাত্মিক পরম্পরার এই মহৎ উৎসব আপনাদের সকলের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা যোগাবে।"
উল্লেখ্য, উত্তর প্রদেশের প্রয়াগরাজে সূচনা হয়েছে মহাকুম্ভের। সোমবার ভোর থেকেই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দেন অগণিত ভক্তরা। দেশ-বিদেশ থেকে আসা বিপুল সংখ্যক ভক্তরা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান (শাহী স্নান) করেছেন। সোমবার ভোর থেকেই গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে, ত্রিবেণী সঙ্গমে জড়ো হতে থাকেন বিপুল সংখ্যক মানুষ। ইতিমধ্যেই ৫০ লক্ষের বেশি মানুষ শাহী স্নান করেছেন।