Country

9 hours ago

Mann Ki Baat 2025: রবিবার এবছরের প্রথম "মন কি বাত", ১১৮তম পর্বের জন্য অধীর আগ্রহে দেশবাসীরা

Mann Ki Baat 2025
Mann Ki Baat 2025

 

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : মাসিক বেতার অনুষ্ঠান "মন কি বাত"-এ রবিবার দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৫ সালে এটাই প্রথম "মন কি বাত" অনুষ্ঠান। এটি ১১৮তম পর্ব।

জানা গেছে, রবিবার সকাল ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলেও "মন কি বাত" অনুষ্ঠান সম্প্রচারিত হবে। 

প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী "মন কি বাত" অনুষ্ঠানে কী বক্তব্য রাখেন, তা জানার অপেক্ষায় উন্মুখ হয়ে রয়েছেন সমগ্র দেশবাসী।

You might also like!