Country

9 hours ago

Rajnath Singh: সেনাবাহিনীর তৃতীয় চোখ হয়ে উঠবে 'সঞ্জয়', পতাকা দেখিয়ে সূচনা করলেন রাজনাথ

Rajnath Singh flags off 'SANJAY'
Rajnath Singh flags off 'SANJAY'

 

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার নতুন দিল্লিতে ব্যাটলফিল্ড সার্ভিল্যান্স সিস্টেম 'সঞ্জয়'-এর সূচনা করেছেন। এই নজরদারি ব্যবস্থা অত্যাধুনিক সেন্সর ও অত্যাধুনিক বিশ্লেষণে সজ্জিত, সেনাবাহিনীর তৃতীয় চোখ হয়ে উঠবে 'সঞ্জয়'। চলতি বছরের মার্চ থেকে তিন দফায় ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।

'সঞ্জয়' ভারতীয় সেনাবাহিনী ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দ্বারা দেশীয় এবং যৌথভাবে তৈরি করা হয়েছে। দুই হাজার ৪০২ কোটি টাকায় এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। কর্তব্য পথে আসন্ন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ব্যাটলফিল্ড সার্ভিল্যান্স সিস্টেম 'সঞ্জয়' একটি মূল আকর্ষণ হবে।


You might also like!