রাজকোট, ২৪ জানুয়ারি : চেতেশ্বর অরবিন্দ পূজারা। ২৫ জানুয়ারি, ১৯৮৮ গুজরাটের রাজকোটে তার জন্ম। একজন ভারতীয় ক্রিকেটার যিনি ১৩ বছরেরও বেশি সময় খেলে ১০৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খারাপ খেলার কারণে পূজারাকে ভারতীয় জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়।পূজারা বর্তমানে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন ।
পুরো ক্যারিয়ার জুড়ে একজন টেস্ট বিশেষজ্ঞ, পূজারা তার সুশৃঙ্খল এবং ধৈর্যশীল ব্যাটিং শৈলীর জন্য পরিচিত। ভারতীয় দলের তিনি এখন না থাকলেও কাউন্টি ক্রিকেটে তার ভালো খেলা তাকে ভারতীয় দলে ফিরিয়ে আনার ব্যাপারে একটা আলোচনা চলছে। এখনও পর্যন্ত পুজারা ১০৩টি টেস্ট ম্যাচ খেলেছেন আর একদিনের ম্যাচ খেলেছেন ৫টি। টেস্ট ম্যাচে তিনি রান করেছেন ৭১৯৫। সেঞ্চুরি রয়েছে ১৯ টি অর্ধশত সেঞ্চুরি রয়েছে ৩৫ টি ।