Entertainment

14 hours ago

Saif ali khan is now well: সইফ আলি খান এখন ভাল আছেন, স্বাভাবিক কক্ষে দেওয়া হল অভিনেতাকে

Saif ali khan
Saif ali khan

 

মুম্বই, ১৭ জানুয়ারি : অভিনেতা সইফ আলি খান এখন ভাল আছেন, আইসিইউ থেকে তাঁকে স্বাভাবিক কক্ষে দেওয়া হয়েছে। শুক্রবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ইরাজ উত্তমনি বলেছেন, "সইফ আলি খান একজন সত্যিকারের নায়ক। তিনি ভাল আছেন। তাঁকে আইসিইউ থেকে স্বাভাবিক কক্ষে রাখা হয়েছে।"

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের চিফ নিউরোসার্জন ডাঃ নীতিন ডাঙ্গে বলেছেন, "সইফ আলি খান এখন ভাল আছেন। আমরা তাঁকে হাঁটিয়েছি এবং তিনি ভালই হাঁটতে পেরেছেন। তাঁর প্যারামিটার, ক্ষত এবং অন্যান্য সমস্ত আঘাতের দিকে তাকিয়ে, এখন তাঁকে আইসিইউ থেকে স্থানান্তর করা নিরাপদ। তাঁকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে...তাঁকে বিশ্রাম নিতে হবে এবং এক সপ্তাহের জন্য তাঁর চলাফেরা সীমিত করা হয়েছে।"


You might also like!