Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Life Style News

2 months ago

Lifestyle News: ব্যাগ গোছানো নিয়ে দুশ্চিন্তা শেষ! ভ্রমণের আগে মেনে চলুন উল্লেখিত নিয়মগুলো

Smart Packing Tips
Smart Packing Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বেড়াতে যাওয়ার আগে ব্যাগ গোছানো এমন এক গুরুত্বপূর্ণ কাজ, যেটাকে অবহেলা করা একেবারেই উচিত নয়। অনেকের কাছেই এই ব্যাগ গোছানোর কাজটাই সবচেয়ে কঠিন মনে হয়। যদি জামাকাপড় ঠিকভাবে ভাঁজ করে না রাখা হয়, তাহলে যেমন সেগুলো নষ্ট হতে পারে, তেমনই ব্যাগটিও বহন করতে অসুবিধা হয়। তাই যাত্রার আগে কীভাবে ব্যাগ গোছালে সময় বাঁচবে এবং ভ্রমণ আরও আরামদায়ক হবে, তা জেনে নিন নিম্নে উল্লেখিত টিপসগুলো থেকে।

• যেহেতু বেড়াতে যাওয়ার সঙ্গে সেখানকার স্থানীয় বাজার থেকে কেনাকাটা করার মতো বিষয় জড়িয়ে থাকে তাই কম জামাকাপড় নিন। তাতে ফেরার পথে অতিরিক্ত ব্যাগও হবে না আর আপনার সঙ্গের ব্যাগটিও হালকা থাকবে।

• সম্ভব হলে প্যাকিং করার সময় অর্গানাইজার ব্যবহার করুন। এই মুহূর্তে নানা ধরনের অর্গানাইজারের চাহিদা ভীষণ। এতে আপনার যেমন ব্যাগের মধ্যেও সমস্ত জিনিস ভাগ করে করে গোছানো থাকবে তেমনই খুঁজে পেতেও সমস্যা হবে না।

• ব্যাগ গোছানোর আগে কি কি নেবেন তার একটা তালিকা তৈরি করে নিতে পারলে সবথেকে সুবিধা হবে। টুথব্রাশ, টাওয়াল, ওষুধ, টয়লেট্রি সেট থেকে প্রয়োজনীয় নানা জিনিস আগে লিখে নিয়ে তারপর সেই অনুযায়ী গোছান। তাতে অতিরিক্ত জিনিস ব্যাগে নেওয়া এড়াতে পারবেন।

• ফেরার পথে কেনাকাটা করলেও ব্যাগ যাতে ভারী না হয় সে কথা মাথায় রাখুন অবশ্যই। মাথায় রাখবেন বিমানে সফর করার বিষয় থাকলে সেক্ষেত্রে কিন্তু লাগেজের ওজন বাড়লে তা সমস্যা হয়ে দাঁড়াবে।

You might also like!