West Bengal

10 hours ago

Weather forercast of Bengal: দক্ষিণ ও উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ২ নভেম্বর : দক্ষিণ ও উত্তরবঙ্গে আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং ধীরে ধীরে এ বার নামতে শুরু করবে তাপমাত্রা। আগামী দুই থেকে তিন দিনে রাতের তাপমাত্রা অন্তত দুই থেকে তিন ডিগ্রি কমবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। তার পর তাপমাত্রায় আর বড় কোনও পরিবর্তন হবে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। সোমবারের পর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই।

You might also like!