Country

3 hours ago

Narendra Modi: বিকশিত ভারত নির্মাণে নারী শক্তির বিরাট ভূমিকা রয়েছে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি : বিকশিত ভারত নির্মাণে নারী শক্তির বিরাট ভূমিকা রয়েছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, এই জন্য গত এক দশকে আমরা মা ও মেয়েদের ক্ষমতায়নকে প্রতিটি বড় প্রকল্পের কেন্দ্রে রেখেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বামীত্ব যোজনার আওতায় দেশের ১০টি রাজ্য এবং দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলের বহু মানুষের হাতে তাঁদের ভূ-সম্পত্তির মালিকানার দলিল স্বরূপ ৬৫ লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ করেছেন।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "২০২৫ সালও শুরু হয়েছে গ্রাম ও কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত নিয়ে। ভারত সরকার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি ডিএপি সারের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কৃষকরা লাভবান হয়।" প্রধানমন্ত্রী আরও বলেছেন, "২০১৪ সালের আগে দেশের ১০০টিরও কম পঞ্চায়েত ব্রডব্যান্ড ফাইবার সংযোগের সঙ্গে সংযুক্ত ছিল। গত ১০ বছরে আমরা ২ লক্ষেরও বেশি পঞ্চায়েতকে ব্রডব্যান্ড ফাইবার সংযোগ দিয়ে সংযুক্ত করেছি। ২০১৪ সালের আগে দেশের গ্রামে এক লক্ষেরও কম সাধারণ পরিষেবা কেন্দ্র ছিল। গত ১০ বছরে, আমাদের সরকার ৫ লক্ষেরও বেশি সাধারণ পরিষেবা কেন্দ্র তৈরি করেছে।"

You might also like!