নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : সমস্ত দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "এই প্রজাতন্ত্র দিবস খুবই বিশেষ। এটি ভারতীয় প্রজাতন্ত্রের ৭৫-তম বার্ষিকী। এই বছর ভারতের সংবিধান বাস্তবায়নের ৭৫-বছর পূর্তি হল। আমি গণপরিষদের সেই সমস্ত মহান ব্যক্তিত্বদের প্রতি প্রণাম জানাই, যারা আমাদের পবিত্র সংবিধান দিয়েছেন।"
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "আপনারা অবশ্যই একটি বিষয় লক্ষ্য করেছেন, প্রতিবারই মাসের শেষ রবিবারে মন কি বাত হয়। কিন্তু এইবার, আমরা এক সপ্তাহ আগে, মাসের চতুর্থ রবিবারের পরিবর্তে তৃতীয় রবিবার মিলিত হয়েছি, কারণ পরের রবিবার প্রজাতন্ত্র দিবস। আমি সকল দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাই।"