Life Style News

2 hours ago

Nail Care Tips: জল ঘেঁটে ঘেঁটে নখকুনির সমস্যা? সমাধান লুকিয়ে আছে কয়েকটি ঘরোয়া টোটকায়!

Nail Disease
Nail Disease

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নখকুনির সমস্যায় অনেকেই ভোগেন। নখ হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে মূলত নখকুনি বলে। নখের কোণে সংক্রমণ দেখা যায়। নখকুনি হলে নখ ফুলে ওঠে, হলদেটে ছোপ পড়ে, পুঁজ জমে এবং ব্যথা হয়। নখকুনি হলে হাতে বা পায়ে হাঁটাচলা বা কাজ করতে বেশ অসুবিধা হয়। অনেকে আবার নখের যত্নে পেডিকিওর সহ নানান চর্চা করে থাকেন। শোনা যায়, পেডিকিওর নখের ভালো নয়, বরং ক্ষতিই করে৷ এর থেকে নখকুনিও হতে পারে। আবার অতিরিক্ত জল ঘাঁটার ফলে নখকুনির সমস্যা দেখা যায়। এটি হাতের থেকে পায়ের নখে বেশি দেখা যায়। পায়ের নখে ধুলো,জল,মাটি অতিরিক্ত লাগার ফলে এই সমস্যা প্রবল দেখা যায়। এর ফলে ছত্রাক বাসা বাঁধে। খালি পায়ে  সুইমিং পুলের জলে বেশি স্নান করলেও এই রোগ হতে পারে। তাই সবসময় সচেতন থাকুন নখের যত্ন নিন, মেনে চলুন কিছু  ঘরোয়া টোটকা। 

১। ভিক্স ভ্যাপো রাব – মাথা ধরলে এই বামটি অনেকবারই হয়তো ব্যবহার করেছেন। খারাপ নখকে সুস্থ করে তুলতেও এটি বেশ পারদর্শী। সমীক্ষা করে দেখা গিয়েছে, ৮৩ শতাংশ মানুষ, যাঁরা প্রতিদিন অন্তত একবার হলুদ হয়ে যাওয়া নখে এটি লাগান, তাঁরা এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন।

২। ভুট্টা গুড়ো – ঘরোয়া উপায়ে নখকুনি সারানোর সহজতম পদ্ধতি। গ্যাস জ্বালিয়ে ভুট্টার গুঁড়োকে একটি প্যানে ঢেলে গরম করুন। তাতে জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ঠান্ডা হলে সেই পেস্ট পায়ের নখে লাগিয়ে নিন। সপ্তাহে একবার করলেই ফল পাবেন।

৩। ভিনিগার ও লিস্টারিন – লিস্টারিনে মেন্থল থাকে৷ আর ভিনিগারে যে ছত্রাক জমা হতে পারে না, তা সকলেরই জানা। তাই এই দু’টির মিশ্রণ রোজ পায়ের নখে ঘণ্টাখানেক লাগিয়ে রাখতে পারলেই উপকৃত হবেন।

৪। চা গাছের তেল – চা গাছের থেকে তৈরি হওয়া তেলও ছত্রাক দমনে সাহায্য করে। নখে জমে থাকা ছত্রাকের বাসা সরাতে এই তেল বেশ উপকারী।

৫। ইউরিয়া পেস্ট – ইউরিয়া ছত্রাক মারে। তাই ইউরিয়া রয়েছে এমন ক্রিম নখের খারাপ হওয়া অংশে লাগাতে পারেন। তার উপর দিয়ে মিরানেলের মতো অ্যান্টি-ফাঙ্গাল কোনও ক্রিম লাগিয়ে পাকে কিছুক্ষণ বিশ্রাম দিন। তাতেও কাজ হবে। তবে ক্রিম ব্যবহারের আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন।


  


You might also like!