Country

6 hours ago

Election Commission:‘নাগরিকত্বের প্রমাণ নয় আধার’—নির্বাচন কমিশনের বক্তব্যকে সমর্থন দিল সুপ্রিম কোর্ট

Aadhaar not proof of citizenship
Aadhaar not proof of citizenship

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য নয়—নির্বাচন কমিশনের এই অবস্থানকে সমর্থন করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট করেছে, আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র, যা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে না। নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তই সঠিক বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।



You might also like!