কলকাতা, ২৭ জানুয়ারি : দীর্ঘ ভোগান্তির অবসান, অবশেষে বালি ব্রিজে স্বাভাবিক হল যানবাহন চলাচল। বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনে সংস্কারের কাজ শেষ হয়েছে, যার ফলে সোমবার সকাল থেকে স্বাভাবিক হল ট্রেন চলাচল। যান চলাচল স্বাভাবিক হয়েছে বালি ব্রিজেও।
উল্লেখ্য, মেরামতির জন্য গত ২২ জানুয়ারি রাত ১২টা থেকে বন্ধ রাখা হয়েছিল বালি ব্রিজ (বিবেকানন্দ সেতুর এক দিকের লেন)। দক্ষিণেশ্বর থেকে বালিগামী ভারী গাড়িগুলিকে পাশের নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। কেবল বালি খাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার লেনটি খোলা রাখা হয়েছিল।
যদিও সাধারণ মানুষের সুবিধার জন্য সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দু’চাকা এবং তিন চাকার যান চলাচলে ছাড় দেওয়া হয়। সঙ্গে জানানো হয়, নিবেদিতা সেতু দিয়ে যাতায়াতের কারণে ওই চার দিন বাসের ‘টোল ট্যাক্স’ লাগবে না। পাশাপাশি, ট্রেন চলাচল বন্ধ রাখা হয় ডানকুনি-শিয়ালদহ শাখায়। অবশেষে সোমবার থেকে ফিরল স্বস্তি।