Country

4 hours ago

Giriraj Singh on Rahul Gandhi:রাহুল গান্ধী ও তেজস্বী যাদব শুধু মিথ্যে বলেন ও বিভ্রান্তি ছড়ান : গিরিরাজ সিং

Giriraj Singh on Rahul Gandhi
Giriraj Singh on Rahul Gandhi

 

নয়াদিল্লি, ৪ আগস্ট : রাহুল গান্ধী ও তেজস্বী যাদবকে একযোগে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর অভিযোগ, রাহুল গান্ধী ও তেজস্বী যাদব শুধু মিথ্যে বলেন ও বিভ্রান্তি ছড়ান।

বিহারে ভোটার তালিকায় নিজের নাম নেই বলে অভিযোগ করেছেন তেজস্বী যাদব। সেই অভিযোগের বিষয়ে সোমবার গিরিরাজ সিং বলেছেন, "রাহুল গান্ধী ও তেজস্বী যাদব শুধু মিথ্যে বলেন এবং বিভ্রান্তি ছড়ান। এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) নিয়ে মিথ্যা বলার সময়, তিনি নিজের ভোটার আইডি সম্পর্কে মিথ্যা কথা বলেছিলেন। এটি (নির্বাচন কমিশন) একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু তারা নির্বাচন কমিশনকেও ছাড় দেয়নি; তারা এর সমালোচনা করেছে। যে কেউ নিজেকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী বলে মনে করে - যদি তেজস্বী যাদব এত ছোটখাটো মিথ্যা কথা বলেন এবং বিভ্রান্তি ছড়ান, তাহলে সেই প্রতিষ্ঠান অবশ্যই আইনি পথ নেবে।"

You might also like!