গাজা, ৭ আগস্ট : ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার সুলেমান আল-ওবেইদ বুধবার গাজায় ইজরায়েলি দখলদার বাহিনির গুলিতে নিহত হলেন। অবরুদ্ধ করে রাখা অঞ্চলটির মেডিকেল বিভাগের সূত্র তাঁর মৃত্যুর বিষয়টি জানিয়েছে। ৪১ বছর বয়সী ওবেইদ বুধবার রাফাহ'য় মানবিক সহায়তার অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই তাঁর ওপর গুলি চালায় দখলদার বাহিনী। এই হত্যাকাণ্ড ইজরায়েলের পক্ষ থেকে গাজায় বেসামরিক নাগরিকদের ওপর চালানো গণহত্যায় আরেকটি উদাহরণ।
ওবেইদই শুধু একমাত্র ক্রীড়াবিদ নন, গত মাসেই ৩৯জন ক্রীড়াবিদ, স্কাউট ও তরুণ নেতাকে হত্যা করেছে ইজরায়েলি বাহিনী। ফিলিস্তিনের ক্রীড়া ও যুব সম্প্রদায়ের শহীদের সংখ্যা এখন ৬৬০ ছাড়িয়ে গেছে। প্যালেস্টাইনের 'পেলে' নামে খ্যাতি পাওয়া ওবেইদ সবচেয়ে প্রতিভাবান ফুটবলার ছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে তিনি ফিলিস্তিনের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। ২০২৩ এর অক্টোবর পর্যন্ত খেলা চালিয়ে গেছেন তিনি।
২০১০ সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে ফিলিস্তিনের হয়ে তিনি প্রথম আন্তর্জাতিক গোল করেন। ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপ বাছাই পর্ব এবং ২০১৪ সালের ফিফা বিশ্বকাপ বাছাই পর্বেও জাতীয় দলের হয়ে অংশ নিয়েছিলেন ওবেইদ। এনিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ফ্রান্সের কিংবদন্তি এরিক ক্যান্টনা। ইনস্টাগ্রামে এক পোস্টে তাঁরা প্রশ্ন তুলেছেন, আর কতদিন পর্যন্ত আমরা তাঁদের এই নির্মম হত্যাকাণ্ড দেখব?