নয়াদিল্লি, ৩০ জুলাই : বিশেষ নিবিড় সমীক্ষা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) নিয়ে বিরোধীদের বিক্ষোভের সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, এসআইআর এই প্রথমবার হচ্ছে না। বিগত কয়েকদিনের মতো বুধবারও এসআইআর ইস্যুতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী দলের সাংসদরা। বিক্ষোভে শামিল হন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও।
বিরোধীদের এই বিক্ষোভের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, "এসআইআর প্রথমবারের মতো হচ্ছে না। এটা ২০০৩ সালেও হয়েছিল। এটা অনেকবার হয়েছে। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। এতে ভয় পাওয়ার কোনও কারণ নেই, কারণ এটি প্রযুক্তি ব্যবহার করে বৈজ্ঞানিকভাবে করা হচ্ছে। যদি কারও কোনও সমস্যা হয়, তারা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করতে পারেন।"