দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নতুন করে শক্তি বাড়াতে বড় পদক্ষেপ নিল ভারতীয় সেনা। শত্রুপক্ষের ঘুম কেড়ে নিয়ে ভারত অস্ত্রভাণ্ডারে যোগ করতে চলেছে অত্যাধুনিক ৮৭টি সশস্ত্র ড্রোন ও ১১০টি ‘ব্রহ্মস’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রায় ৬৭ হাজার কোটি টাকার সামরিক খরচে সম্মতি দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সূত্রের খবর।
ড্রোন কেনা এবং তার রক্ষণাবেক্ষণের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ১০ বছরে এই ড্রোনগুলিকে সচল রাখতে খরচ হবে আরও ১১ হাজার কোটি টাকা। এই ৮৭টি ড্রোন মাঝারি পাল্লার এবং দীর্ঘ সময় আকাশে টিকে থাকতে সক্ষম (MAL: Medium Altitude Long Endurance)। সেগুলি ৬০ শতাংশ দেশীয় উপকরণ দিয়ে তৈরি হবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বিদেশি প্রযুক্তির সহায়তায় একটি ভারতীয় সংস্থা এই ড্রোনগুলি তৈরি করবে, ফলে আত্মনির্ভর ভারতের লক্ষ্যপূরণেও এটি এক গুরুত্বপূর্ণ ধাপ।
অন্যদিকে, নতুন করে ১১০টি ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র কেনারও অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ভারত-রাশিয়ার যৌথ গবেষণায় তৈরি এই ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র বিশ্বের অন্যতম দ্রুতগামী এবং বিধ্বংসী অস্ত্র। শব্দের তিনগুণ গতিতে ছুটতে পারে এই মিসাইল। এটি সামরিক ট্রাক, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এমনকি ডুবোজাহাজ থেকেও উৎক্ষেপণযোগ্য। পরমাণু অস্ত্র বহনেও সক্ষম‘ব্রহ্মস’-র পাল্লা সাধারণত ২৯০ থেকে ৪০০ কিলোমিটার। তবে ‘ব্রহ্মস’-কে আরও শক্তিশালী করে তুলতে কেন্দ্র পাঁচ দফা পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে পাল্লা ও গতি—দুটোই বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই বিশাল সামরিক বিনিয়োগ ভারতীয় প্রতিরক্ষাকে আরও সুরক্ষিত করবে। পাশাপাশি, পাকিস্তান ও চিনের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে এটি এক কড়া বার্তা। সামরিক মহলের একাংশ বলছে, ভারতীয় সেনার আধুনিকীকরণে এই সিদ্ধান্তগুলি দীর্ঘমেয়াদে দেশকে কেবল কৌশলগত সুবিধা দেবে না, পাশাপাশি দেশের প্রতিরক্ষা শিল্পে কর্মসংস্থান ও প্রযুক্তিগত বিকাশেরও দিকনির্দেশ করবে। অর্থাৎ প্রতিরক্ষা খাতে এই বিনিয়োগ শুধুই নিরাপত্তার জন্য নয়, অর্থনীতির শক্তিকেও বাড়াবে।