Breaking News
 
F-35 crash:ক্যালিফোর্নিয়ার আকাশে ভয়াবহ দুর্ঘটনা, ভস্মীভূত মার্কিন এফ-৩৫ জেট Nabanna: নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনতে চলেছে রাজ্য সরকার, প্রস্তুত খসড়া প্রস্তাব! President Droupadi Murmu to visit West Bengal: কল্যাণী এইমসের সমাবর্তনে যোগ দিতে আজ বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বরেও! New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের!

 

Country

1 day ago

S. Jaishankar: রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না,এস জয়শঙ্কর

S. Jaishankar
S. Jaishankar

 

নয়াদিল্লি, ৩০ জুলাই : সিন্ধু জল বণ্টন চুক্তি সম্পর্কে বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তিনি বলেছেন, "পাকিস্তান সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ত্যাগ না করা পর্যন্ত সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে। রক্ত ও জল একসঙ্গে প্রবাহিত হবে না।" জয়শঙ্কর আরও বলেছেন, "সিন্ধু জল চুক্তি অনেক দিক থেকেই একটি অনন্য চুক্তি। আমি বিশ্বের এমন কোনও চুক্তির কথা ভাবতে পারি না, যেখানে কোনও দেশ নিজস্ব প্রধান নদীগুলিকে অন্য দেশে প্রবাহিত হতে দিয়েছে, সেই নদীর উপর অধিকার না থাকা সত্ত্বেও।"

জয়শঙ্কর আরও বলেছেন, "তাই এটি ছিল একটি অসাধারণ চুক্তি এবং যখন আমরা এটি স্থগিত রেখেছি, তখন এই ঘটনার ইতিহাস স্মরণ করা গুরুত্বপূর্ণ। গতকাল আমি শুনেছি, কিছু মানুষ ইতিহাস নিয়ে অস্বস্তিকর। তারা ঐতিহাসিক বিষয়গুলি ভুলে যেতে পছন্দ করে। হয়তো এটি তাদের জন্য উপযুক্ত নয়, তারা কেবল কিছু জিনিস মনে রাখতে পছন্দ করে।" উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরেই পাকিস্তানকে চাপে রাখতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছিল ভারত। এর মধ্যে ছিল সিন্ধু জল চুক্তিও। সেই সময় ভারত ঘোষণা করেছিল, পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তের কথা। এখন তা স্থগিতই রয়েছে।

You might also like!