নয়াদিল্লি, ৩ আগস্ট : ওড়িশার পুরীতে অগ্নিদগ্ধ মেয়েটির মৃত্যু হয়েছে। শনিবারই দিল্লি এইমসে মৃত্যু হয় ওই নাবালিকার। গত ১৯ জুলাই পুরীর বালাঙ্গায় একটি রাস্তা থেকে দিনের আলোয় তুলে নিয়ে গিয়ে ওই নাবালিকার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল তিন দুষ্কৃতী। এমনটাই অভিযোগ ছিল নির্যাতিতার পরিবারের তরফে। যার ভিত্তিতে তদন্ত শুরু হয়। এরইমধ্যে শনিবার মেয়েটির মৃত্যু হয়েছে।
অগ্নিদগ্ধ মেয়েটির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এছাড়াও ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা নবীন পট্টনায়েকও মেয়েটির মৃত্যুতে শোকাহত। রবিবার শোকবার্তায় নবীন পট্টনায়েক জানিয়েছেন, মেয়েটির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মেয়েটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।