কলকাতা, ১৫ আগস্ট : স্বাধীনতার চেতনাকে সম্মান জানাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট (এসএমপি), কলকাতা ত্রিবর্ণের আলোয় সজ্জিত করল হাওড়া ব্রিজকে। এই আয়োজন দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
পিআইবি-র তরফে জানানো হয়েছে, হাওড়া ব্রিজ কলকাতার এক চিরন্তন প্রতীক। এটি বাণিজ্য ও পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ সেতু। ত্রিবর্ণে আলোকিত এই সেতু একতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি সকলকে মনে করিয়ে দিচ্ছে যে স্বাধীনতার চেতনা আজও দেশের অগ্রগতিকে পথ দেখায়।
এই উদ্যোগে এসএমপি কলকাতা দেশের গৌরবময় অতীতকে শ্রদ্ধা জানিয়েছে। পাশাপাশি, শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ ভারত গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।