Game

19 hours ago

Saudi Pro League: কেরিয়ারের ৯২০তম গোল করলেন রোনাল্ডো

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

রিয়াদ, ২৭ জানুয়ারি : রবিবার রিয়াদে আল ফাতেহ'র বিপক্ষেও গোল করলেন পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো। রিয়াদে আল ফাতেহ'কে ৩-১ গোলে হারাল আল নাসর। রোনাল্ডো ছাড়াও আল নাসরের হয়ে গোল করেছেন ফরাসি ডিফেন্ডার সিমাকান। বাকি গোলটি হয়েছে আত্মঘাতী। আল ফাতেহ'র হয়ে গোলটি করেছেন মুরাদ বাটনা। ম্যাচের ৮৭ মিনিটে আল নাসরের হয়ে যে গোলটি করে দলের জয় নিশ্চিত করেন রোনাল্ডো সেই গোলটি ছিল তার কেরিয়ারের ৯২০তম গোল। শেষ ৮ ম্যাচে ১০ গোল করলেন তিনি। এই জয়ে টেবিলের তিনে উঠে এলো আল নাসর।

You might also like!