লন্ডন, ২৭ জানুয়ারি : মহিলাদের ফুটবলের দলবদলে এতদিন যেটা ছিলনা, সেটা হল। মেয়েদের দলবদলে মিলিয়ন ডলারের ঘর ছোঁয়ারও ঘটনা ঘটালেন যুক্তরাষ্ট্রের নাওমি গিরমা। তিনি মেয়েদের ফুটবলের দলবদলের বিশ্বরেকর্ড গড়ে চেলসিতে যোগ দিলেন। রবিবার গিরমাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি।
তবে চেলসি গিরমাকে দলে নেওয়ার জন্য দলবদলের ফি'র পরিমাণ উল্লেখ করেনি। তবে দ্য অ্যাথলেটিক এবং এক ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, মেয়েদের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন চেলসি ৯ লাখ পাউন্ড বা ১.১ মিলিয়ন ডলারে (প্রায় ১৩ কোটি ৩৯ লাখ টাকা) গিরমাকে দলে টেনেছে। যা মেয়েদের ফুটবলে দল বদলের অতীত রেকর্ডকে পেছনে ফেলেছে।গত বছর বে এফসি জাম্বিয়ার স্ট্রাইকার র্যাচেল কুন্দানাঞ্জিকে মাদ্রিদ সিএফএফ থেকে ৭ লাখ ৮৮ হাজার ডলারে দলে নিয়েছিল। আর এটাই এতদিন ছিল মেয়েদের দলবদল ফি'র বিশ্বরেকর্ড।