প্রয়াগরাজ, ২০ জানুয়ারি : রবিবারই প্রয়াগরাজে পূর্ণ মহাকুম্ভের মেলায় আচমকা আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় বহু কুঁড়েঘর ও তাঁবু। এই আবহে সোমবার পূর্ণকুম্ভের মেলায় অগ্নিসুরক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল উত্তর প্রদেশ সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মেলা প্রাঙ্গণে কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মানুষ যেন দ্রুত পুলিশ এবং দমকলে খবর দেয়। অগ্নিসুরক্ষা সংক্রান্ত নম্বরগুলি হল ১১২, ১৯২০ এবং ১০৯০।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “মেলা প্রাঙ্গণে কোথাও আগুন লাগলে, মানুষ যেন চিৎকার করে সবাইকে অন্যান্যদের সতর্ক করে। তাছাড়া পুণ্যার্থীরা যেন তাঁদের নিকটতম প্রস্থানের রাস্তা সম্পর্কে অবগত থাকেন।”