কলকাতা, ২২ জানুয়ারি : রামলালার প্রাণপ্রতিষ্ঠার বর্ষপূর্তিতে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্সবার্তায় তিনি লিখেছেন, “অযোধ্যায় শ্রী রাম লালার শুভ মহাপ্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের ১ম বার্ষিকী উপলক্ষ্যে আমি শ্রী রামের প্রত্যেক ভক্তকে আন্তরিক শুভেচ্ছা জানাই। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। জয় শ্রী রাম।”
২০২৪ সালের ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন হয়। ‘রামলালা’র প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও রামমন্দির উদ্বোধনের বর্ষপূর্তির অনুষ্ঠান শুরু হয়েছে চলতি বছরের ১১ জানুয়ারি। ইংরেজি ক্যালেন্ডারের হিসাব ধরলে বর্ষপূর্তির ১১ দিন আগে। এই তারিখকেই মন্দিরের ‘প্রতিষ্ঠা দ্বাদশী’ হিসাবে পালন করেন মন্দির কর্তৃপক্ষ।