Country

4 hours ago

Weather Forcast in Delhi : হরিদ্বার ও আগ্রায় ঘন কুয়াশা, শীতে কাঁপছে রাজধানী দিল্লি

Dense fog in Haridwar and Agra
Dense fog in Haridwar and Agra

 

নয়াদিল্লি, ২১ জানুয়ারি : রাজধানী দিল্লিতে শীতের দাপট অব্যাহত রয়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে পঞ্জাব ও হরিয়ানাতেও। পাশাপাশি মঙ্গলবার সকালেও কুয়াশার দাপট দেখা গেল দেশের বেশ কিছু রাজ্যে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের আগ্রা, উত্তরাখণ্ডের হরিদ্বার এদিন সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল।

মঙ্গলবার ভোর থেকে হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় জাতীয় রাজধানী দিল্লি। দিল্লিতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে উত্তর প্রদেশের প্রয়াগরাজেও, সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আবার উত্তরাখণ্ডের হরিদ্বারও কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। মঙ্গলবার সকালে কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল তাজনগরী আগ্রাও। কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় দূর থেকে অস্পষ্ট দেখা যাচ্ছিল তাজমহলকে।

You might also like!