দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সংস্কারের কাজের জন্য বারাসত ওভার ব্রিজে নিয়ন্ত্রিত হতে চলেছে যান চলাচল। আগামী ২৫ জানুয়ারি, শনিবার থেকে শুরু হবে সংস্কারের কাজ।
এর জেরে শুক্রবার রাত ১টা থেকে সোমবার ভোর ৩টে পর্যন্ত ওই সেতুতে বন্ধ থাকবে গাড়ি চলাচল। ওই সময়ে দু’চাকা থেকে পণ্যবাহী কোনও ধরনেরই গাড়ি ব্রিজ দিয়ে চলাচল করবে না। বারাসত পুলিশ জেলার অতিরিক্ত সুপার (জোনাল) স্পর্শ নিলাঙ্গী এবং ডিএসপি (ট্র্যাফিক) নীহাররঞ্জন রায় জানিয়েছেন, যান চলাচলে এই নিয়ন্ত্রণ আগামী পাঁচ মাস ধরে চলবে।
পুলিশ জানিয়েছে, সোমবার ভোরের পরেও ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। সেই সময় দু’চাকা বা তিন চাকার ছোট যানবাহন চলবে স্রেফ। যত দিন ব্রিজ সংস্কারের কাজ চলবে, তত কোনও চারচাকা গাড়িই ব্রিজ দিয়ে যেতে পারবে না। তবে এ বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যান চলাচলে নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করা হবে। তবে সেই সময় কী ব্যবস্থা নেবে ট্র্যাফিক, তা বৃহস্পতিবার স্পষ্ট করে জানানো হয়নি।