West Bengal

13 hours ago

Mamata Banerjee: মালদার জনসভাতেও আর জি কর-এর রায়ের তীব্র বিরোধিতা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

মালদা, ২১ জানুয়ারি : আর জি কর কাণ্ডে অপরাধী সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরদিনও বিচারকের রায় নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সরকারি সভা থেকেও এই রায়ের তীব্র বিরোধিতা করেছেন তিনি৷ এদিন পশ্চিম মেদিনীপুরে জনসভায় শুভেন্দু অধিকারী আর জি করের সাজা ঘোষণা নিয়ে মমতার মন্তব্যের কটাক্ষ করেও একই সুরে আর জি কর-এর আসামী সঞ্জয়ের ফাঁসির দাবি করেছেন। মালদার সভায় মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, তিনি নিজেও একজন আইনজীবী৷ ফলে আইন তিনিও জানেন৷ এপ্রসঙ্গে বলতে গিয়ে তিনি দাবি করেন, রাজ্যের অপরাজিতা বিল গোটা দেশে মডেল করা হোক৷ এদিন তাঁর বক্তব্যে উঠে আসে সঞ্জয় রায়ের সাজা প্রসঙ্গ৷ আর জি কর প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি বলেছিলাম, আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে?”

মুখ্যমন্ত্রী বলেন, “সমাজকে মানবিক করতে হবে৷ মা-বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি বিধানসভায়৷ আমরা মৃত্যুদণ্ড রেখেছি সেখানে৷ আমরা শাস্তির বিধান রেখেছি৷ অ্যাসিডেও অনেক সময় মুখটুখ পুড়িয়ে দেয়, তার জন্যও আমরা শাস্তি রেখেছি৷ আমাদের সেই বিল এখনও পাশ করায়নি কেন্দ্রীয় সরকার৷ ফেলে রেখে দিয়েছে৷ আমরা চাই, সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক৷" মুখ্যমন্ত্রীর সংযোজন, "যাবজ্জীবন মানেটা কী ? অনেক কেসে আমরা দেখেছি, দু’তিন বছরে বেরিয়ে গিয়েছে৷ প্যারোলে বেরিয়ে যায়। তাহলে অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেব ? কেন বলবে ? এই কেসটায় আমি সত্যি শকড্‌ ৷ কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের উপর, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোট পরে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি৷ টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে৷ কী করে বলেন জাজমেন্ট ? ইট ইস নট দ্য রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস! আমি মনে করি, ইয়েস, ইট ইস দ্য রেয়ার, সেনসেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম ৷" তিনি আরও বলেন, "অপরাধ করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার অপরাধ করার চেষ্টা করবে৷ সেটাকে সুরক্ষা দেওয়া আমাদের কাজ নয়৷

You might also like!