কলকাতা, ২১ জানুয়ারি : যাদবপুরে এইট বি বাসস্ট্যান্ডের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। গুরুতর জখম হয়েছেন তাঁর স্বামী, আহত হয়েছে তাঁদের মেয়েও। জানা গিয়েছে, বিনোদিনী গার্লস স্কুলের পড়ুয়া মেয়েকে নিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন মা ও বাবা।
এইট বি-র কাছে তাঁদের স্কুটারে ধাক্কা মারে এস৩১ রুটের একটি বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাত্রীর মা ঘটনাস্থলেই মারা যায় ও তাঁর বাবা গুরুতর আহত হন। তাঁকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে মেয়েটি সামান্য আঘাত পেলেও, সুস্থ রয়েছে। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।