Breaking News
 
Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল! Khudiram Bose: ‘ইতিহাস বিকৃতির খেলায় এবার ক্ষুদিরামও টার্গেট?’ হিন্দি ছবির প্রসঙ্গে বিস্ফোরক মমতা

 

kolkata

4 hours ago

Khudiram Bose tribute:বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

Chief Minister tribute Khudiram Bose
Chief Minister tribute Khudiram Bose

 

কলকাতা, ১১ আগস্ট : বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ মুখ্যমন্ত্রী লিখেছেন, "একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী। বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম।"

এক্স-এ মুখ্যমন্ত্রী লিখেছেন, "একটা কথা লিখি। সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে 'সিং' বলা হয়েছে। স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা-সন্ত্রাসীরা? আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য! আমরা কিন্তু সবসময় দেশপ্রেম ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছি। ক্ষুদিরাম বসুর জন্মস্মৃতি বিজড়িত মহাবনী ও সংলগ্ন অঞ্চলের আরো বেশি উন্নয়নের জন্য মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি করেছি। এছাড়া মহাবনীতে শহীদ ক্ষুদিরামের মূর্তি স্থাপন থেকে শুরু করে পাঠাগার সংস্কার, নতুন একটি সুবিশাল অডিটোরিয়াম, কনফারেন্স রুম - সবই করা হয়েছে। একটি মুক্তমঞ্চও করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য নির্মিত হয়েছে আধুনিক কটেজ, ঐতিহ্যবাহী ক্ষুদিরাম পার্কের পুনরুজ্জীবন করা হয়েছে। পুরো এলাকাটাকে আলো দিয়ে সাজানোও হয়েছে। শুধু তাঁর জন্মস্থান মেদিনীপুরেই নয়, এই মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামও আমরা ওনার নামে রেখেছি। আমরা গর্বিত।"

You might also like!