দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শিয়ালদা ডিভিশনে আবারও বাতিল লোকাল ট্রেন। চলতি সপ্তাহে প্রায় ৩০০ টির মতো লোকাল ট্রেন বাতিল। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার মিলিয়ে ৩০০টি ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বালিঘাট-বালিহল্ট রোডের মধ্যে ব্রিজের কাজ চলবে। তাই বৃহস্পতিবার থেকে রবিবার এবং সোমবার ভোরের দিকে কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। সবমিলিয়ে সংখ্যাটা দাঁড়ায় ৩০০টি। এক ঝলকে দেখে নিন, কোন কোন ট্রেন বাতিল থাকছেঃ
* শিয়ালদা-বারুইপাড়া-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩২৪১১
২) ৩২৪১২
৩) ৩২৪১৩
৪) ৩২৪১৪
* শিয়ালদা-কল্যাণী সীমান্ত-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩১৩১৭: সকাল ৭ টা ১৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) আপ ৩১৩৩৩: বিকেল ৪ টে ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) আপ ৩১৩৩৯: রাত ৮ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৪) আপ ৩১৩১৮: সকাল ৯ টা ১৫ মিনিটে কল্যাণী সীমান্ত থেকে ছাড়ে।
৫) আপ ৩১৩৩৪: রাত ৮ টা ২ মিনিটে কল্যাণী সীমান্ত থেকে ছাড়ে।
৬) আপ ৩১৩৩৮: রাত ১০ টা ১২ মিনিটে কল্যাণী সীমান্ত থেকে ছাড়ে।
* শিয়ালদা-মধ্যমগ্রাম-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩৩৪২১: সকাল ৭ টা ৩২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ডাউন ৩৩৪২২: সকাল ৮ টা ৫২ মিনিটে মধ্যমগ্রাম থেকে ছাড়ে।
*শিয়ালদা-বর্ধমান-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল ছাড়ে?
১) আপ ৩১১৫১: সকাল ১০ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ডাউন ৩১১৫২: দুপুর ২ টো ৪৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
* শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩৩৪১১: সকাল ৯ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ডাউন ৩৩৪১২: সকাল ১০ টা ৩ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে।
* শিয়ালদা-দত্তপুকুর-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩৩৬২১: সন্ধ্যা ৬ টা ৪৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ডাউন ৩৩৬২৮: রাত ৮ টা ১৫ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।
* নৈহাটি-ব্যান্ডেল-নৈহাটি শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩৭৫৩৫: বেলা ১২ টা ১০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
২) আপ ৩৭৫৩৭: দুপুর ১ টা ৩০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
৩) আপ ৩৭৫৪৫: বিকেল ৫ টা ১৮ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
৪) আপ ৩৭৫২৯: সকাল ৮ টা ৩৩ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
৫) আপ ৩৭৫২১: ভোর ৪ টে ৪০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
৬) আপ ৩৭৫২৩: সকাল ৬ টা ১৮ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
৭) আপ ৩৭৫৫৫: রাত ১০ টা ১৭ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
৮) আপ ৩৭৫৫৭: রাত ১১ টা ৫৮ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
৯) ডাউন ৩৭৫৩৮: বেলা ১২ টা ৫২ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।
১০) ডাউন ৩৭৫৪০: দুপুর ২ টো ৪২ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।
১১) ডাউন ৩৭৫৪৮: বিকেল ৫ টা ৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।
১২) ডাউন ৩৭৫৩২: সকাল ৯ টা ১২ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।
১৩) ডাউন ৩৭৫২২: ভোর ৪ টে ১০ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।
১৪) ডাউন ৩৭৫২৪: ভোর ৫ টা ৩১ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।
১৫) ডাউন ৩৭৫৫৬: রাত ৯ টা ৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।
১৬) ডাউন ৩৭৫৫৮: রাত ১১ টা ২৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।
* শিয়ালদা-ডানকুনি-শিয়ালদা শাখার কোন কোন ট্রেন বাতিল থাকছে?
১) ৩২২১১
২) ৩২২১২
৩) ৩২২১৩
৪) ৩২২১৪
৫) ৩২২১৫
৬) ৩২২১৬
৭) ৩২২১৭
৮) ৩২২১৮
৯) ৩২২১৯
১০) ৩২২২০
১১) ৩২২২১
১২) ৩২২২২
১৩) ৩২২২৩
১৪) ৩২২২৪
১৫) ৩২২২৫
১৬) ৩২২২৬
১৭) ৩২২২৭
১৮) ৩২২২৮
১৯) ৩২২২৯
২০) ৩২২৩০
২১) ৩২২৩১
২২) ৩২২৩২
২৩) ৩২২৩৩
২৪) ৩২২৩৪
২৫) ৩২২৩৫
২৬) ৩২২৩৬
২৭) ৩২২৩৭
২৮) ৩২২৩৮
২৯) ৩২২৩৯
৩০) ৩২২৪০
৩১) ৩২২৪১
৩২) ৩২২৪২
৩৩) ৩২২৪৩
৩৪) ৩২২৪৫
৩৫) ৩২২৪৬
৩৬) ৩২২৪৭
৩৭) ৩২২৪৮
৩৮) ৩২২৪৯
৩৯) ৩২২৫০
৪০) ৩২২৫২