দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। ৫ বছর পর মুক্তি পেল বিনোদিনী একটি নটীর উপাখ্যান। তার আগেই ছবির প্রিমিয়ারে চোখে পড়লো কেক কেটে উদযাপনের বিশেষ মুহূর্ত। বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটির গত ২২ জানুয়ারি প্রিমিয়ার অনুষ্ঠিত হলো।এদিন নবনামাঙ্কিত বিনোদিনী থিয়েটারে একঝাঁক তারকার চাঁদের হাট। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির নামে সদ্য নামাঙ্কিত সিনেমা হলেই প্রদর্শিত হল বিনোদিনী একটি নটীর উপাখ্যান। আর এদিন রুক্মিণী আসেন দেবের সাথে। তাঁদের পরিহিত পোশাকও ছিল আকর্ষণীয়। দেবকে এদিন একটি কালো ভেলভেটের শেরওয়ানিতে দেখা যায়। অন্যদিকে রুক্মিণী মৈত্র পরেছিলেন সোনালি রঙের একটি শাড়ি এবং কনট্রাস্টে মেরুন ব্লাউজ। এছাড়াও উপস্থিত ছিলেন সকন্যা শিল্পপতি হর্ষ নেওটিয়া, পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ, পরিচালক অতনু বোস, কন্যা শ্রেয়া পাণ্ডেকে নিয়ে বিধায়ক সুপ্তি পাণ্ডে।
এই ছবিতে নাম ভূমিকায় আছেন রুক্মিণী মৈত্র। গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীর আফসার আলিকে। কুমারের চরিত্রে থাকবেন ওম সাহানি। গিরিশ চন্দ্র ঘোষ হিসেবে ধরা দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রাঙা বাবু হিসেবে আছেন রাহুল বসু। রামকৃষ্ণদেব হিসেবে আছেন চন্দন রায় সান্যাল। ২৩ জানুয়ারি অর্থাৎ আজ মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। এটি রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড প্রযোজিত ছবি,যাকে ঘিরে ট্রেলার পর্বে ইতিমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে। ছবির প্রিমিয়ারে এসে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বলেন, “আজকের দিনটা শুধু সিনেমা দেখা নয়, এ একটা ঐতিহাসিক অভিজ্ঞতা।”
৫ বছরের দীর্ঘ লড়াইয়ের পর রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির প্রিমিয়ামে দেব, রুক্মিণী মৈত্র এবং রাম কমল মুখোপাধ্যায় একসঙ্গে কেক কেটে উদযাপনের মুহূর্ত যেমন আমাদের লেন্সে ধরা পড়ল তেমনই দেখা গেল রুক্মিণীর আবেগঘন কান্নার মুহূর্ত। সবমিলিয়ে দেখার, দর্শক মহলে কেমন সাড়া ফেলে বিনোদিনী একটি নটীর উপাখ্যান।