Game

6 hours ago

Women's World Cup final ticket fiasco: রবিবার বিশ্বকাপ ফাইনাল , এক টিকিটের দাম প্রায় ২ লাখ টাকা!

Women's ODI World Cup Final
Women's ODI World Cup Final

 

মুম্বই, ২ নভেম্বর : মুম্বইয়ে রবিবার মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মহিলা বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হতে পারে ভারত, তাই স্বাগতিক দেশের দর্শকদের মধ্যে টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলছে।
ফাইনালের টিকিটের জন্য শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামের কাউন্টারের সামনে দেখা গেছে লম্বা লাইন। তবে রবিবার স্থানীয় সময় দুপুর ৩টায় ম্যাচের জন্য অফলাইন টিকিট ছাড়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া অনলাইনেও চলছে টিকিট বিক্রি। অতিরিক্ত চাহিদার কারণে টিকিটের দামও বেড়েছে। নির্দিষ্ট একটি গ্যালারির প্রতিটি টিকিটের দাম প্রায় ২ লাখ টাকার কাছাকাছি! ভায়াগোগোর মতো ওয়েবসাইটগুলোতে কিছু টিকিট মিলছে যেখানে দাম ৬,৫০০ টাকা থেকে শুরু করে ১ লাখ ৩০ হাজার টাকার বেশি।

You might also like!