ম্যানচেস্টার, ৩ ফেব্রুয়ারি : এমিরেটস স্টেডিয়ামে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে গতবারের রানার্সআপরা ৫-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে। গত দুই আসরে যাদের কাছে শিরোপা পাওয়া থেকে বঞ্চিত হতে হয়েছিল, তাদেরকে এবার বিধ্বস্ত করল মিকেল আর্তেতার দল। ১৭ বছরের মধ্যে এই প্রথম প্রিমিয়ার লিগের কোনও অ্যাওয়ে ম্যাচে ৫ গোলে বিধ্বস্ত হতে হলো সিটিকে। এর আগে ২০০৮ সালের মে মাসে, মিডলসবরোর বিপক্ষে হেরেছিল ৮-১ গোলে।
ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটে আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগোরের গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। এরপর দ্বিতীয় আর্ধের দশ মিনিটে সমতা টানেন আর্লিং হলান্ড। কিন্তু এরপর ম্যানচেস্টার সিটি আর পাত্তাই পায়নি আর্সোনাল-এর কাছে। সমতা ফেরার পরের ২০ মিনিটে টমাস পার্টি, মাইলস লুইস-স্কেলি ও কাই হাভার্টজের লক্ষ্যভেদে এবং শেষ দিকে ইথান নোয়ানেরির দুর্দান্ত এক গোলে সিটিকে ৫-১ বিধ্বস্ত করে জয়ের আনন্দে মাঠ ছাড়ে আর্সেনাল। ২৪ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। ৩ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে নটিংহ্যাম ফরেস্ট। সপ্তম হারের পর ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। আর লিভারপুল ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।