Breaking News
 
India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’ SIR in West Bengal:ভোটার তালিকায় কোপ পড়লে এবার সরাসরি পাল্টা লড়াই! কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল, পথে নামার হুঁশিয়ারি

 

Game

10 months ago

Harshit Rana: জীবনের প্রথম আন্তর্জাতিক টি-২০ খেলতে নেমেই বিরাট বিতর্কে জড়ালেন হর্ষিত রানা! ক্ষুব্ধ ইংল্যান্ড

Harshit Rana
Harshit Rana

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দেশের জার্সিতে টি-২০ ফর্ম্যাটে অভিষেকে অনবদ্য হর্ষিত রানা। তিনি প্রথম একাদশে না থাকলেও কনকাশান সাব হিসাবে পুণেতে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামেন। ম্যাচ শেষে বলা বাহুল্য হর্ষিতের অভিষেকটা কিন্তু স্বপ্নের মতোই ছিল।

ম্যাচ শেষে হর্ষিত বলেন, 'বোলিং ইনিংসের দ্বিতীয় ওভারে (শিবম) দুবে ফিরে এলে আমায় প্রস্তুত থাকতে বলা হয়। শুধু এই সিরিজ় নয়, আমি তো বহুদিন ধরেই নিজেকে প্রস্তুত করছিলাম। এই সুযোগটা পেয়ে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে ছিলাম। সুযোগ যখন এসেইছে তখন আর পরিস্থিতির কথা ভাবিনি। শুধু নিজেকে প্রমাণ করতে হবে, এই চিন্তাটাই মাথায় খেলছিল।' হর্ষিত জানান কেকেআরের হয়ে অতীতে তিনি শেষের ওভারগুলোতে বোলিং করেছেন, এই ম্যাচে সেই অভিজ্ঞতা কাজে লেগেছে। 'আমার কিন্তু (কেকেআরের হয়ে) শেষের ওভারগুলোতে বোলিং করার অভির্তা রয়েছে। আজ সেই অভিজ্ঞতাটাকেই কাজে লাগাই' বলেন তিনি।

হর্ষিতের এই ম্যাচ নিয়ে কিছু বিতর্কও তৈরি হয়েছে। এই প্রসঙ্গে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও বলেছেন, 'এটা তো লাইক ফর লাইক বদলি নয়। আমরা এর সঙ্গে সহমত নই। হয় শিবম দুবে বলে ওই ২৫ মাইল প্রতি ঘণ্টা মতো গতিবেগ বাড়িয়ে ফেলেছ, নয়তো হার্ষিত ওর ব্যাটিংকে উন্নত করে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। তবেই এই বদল সম্ভব। তবে এইসবগুলিই তো খেলার অঙ্গই। আমাদের এই ম্যাচটা জেতা উচিত ছিল বটে। কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে আমরা সহমত নই।' দাবি জস বাটলারের। ইংল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি মাইকেল ভন প্রশ্ন তুলে দিয়েছেন যে দুবে যেহেতু পার্ট টাইম বোলার, তাঁর পরিবর্তে পুরোদস্তুর বোলার রানা কী ভাবে ফিট হলেন? তিনি বলেন, ‘যে পার্ট টাইম বোলার, তাঁর পরিবর্ত কী ভাবে একজন পূর্ণ সময়ের বোলার হতে পারেন।’

ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী মজার ছলে বলেন, ‘দুই ক্রিকেটারের আকার ও উচ্চতা প্রায় একই।’ রবি শাস্ত্রীর পাশাপাশি ধারাভাষ্যকার হর্ষ ভোগলে অন এয়ার বলেন, ‘হর্ষিত রানা আসায় ভারত দারুণ অ্যাডভান্টেজ পেল।’ ভারত-ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচের শেষে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন বলেন, ‘ওর পারফরম্যান্স অসাধারণ। ওর এই পারফরম্যান্সের সুবাদে পঞ্চম টি-২০ ম্যাচ খেলার দাবিদার হয়ে উঠল। ও দুরন্ত খেলেছে। ব্যাটারদের বেশ চাপে ফেলেছে ও।’

You might also like!