Game

3 hours ago

Neymar: ১২ বছর পর আবারও সান্তোসের হয়ে মাঠে নামলেন নেইমার

Neymar
Neymar

 

মেক্সিকো সিটি, ৬ ফেব্রুয়ারি ঃ  বুধবার দীর্ঘ ১২ বছর পর আবারও সন্তোসের হয়ে মাঠে নামলেন নেইমার। বুধবার ৩৩তম জন্মদিন উদযাপন করা নেইমার বেঞ্চে বসে শুরু করেন এবং বিরতির পর মাঠে নামেন, তখন সান্তোস প্রথমার্ধে টিকুইনহো সোয়ারেসের পেনাল্টিতে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে একটি গোল খেয়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।১৬ মাসের পর খেলতে নেমে চাপের মুখে পড়তে হয়েছিল নেইমারকে। বার্সেলোনায় ৫ বছর ধরে তাঁকে বিশ্বের সেরাদের মধ্যে স্থান করে দেওয়া জাদুর কিছু অংশ তিনি কাজে লাগানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা যথেষ্ট ছিল না।২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও ব্রাজিলের সান্তোসে ফিরেছেন নেইমার। খেলাও শুরু করে দিলেন। ২০২৬ বিশ্বকাপে সুযোগ পেতে ভালো পারফর্ম করতে হবে তাঁকে। এখন দেখার ব্রাজিলে নেইমার নিজের পুরনো ফর্ম ফিরে পান কিনা।

You might also like!