অযোধ্যা, ২৭ জানুয়ারি : রাম মন্দির দেখতে সোমবার অযোধ্যায় ব্যাপক ভিড় দেখা গেল ভক্ত ও পর্যটকদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোমবার অযোধ্যায় এসেছেন বিপুল সংখ্যক মানুষ। শ্রী রাম মন্দিরে পূজার্চনা করেছেন ভক্তরা। বিপুল সংখ্যক এই ভক্তদের আগমনের প্রেক্ষিতে অযোধ্যায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
শ্রী রাম জন্মভূমির এস পি (নিরাপত্তা) বলরামচারী দুবে বলেছেন, "অযোধ্যায় আসা মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং এর প্রধান কারণ হল প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলা, সেখানে পুণ্যস্নানের পর বিপুল সংখ্যক মানুষ এখানে আসছেন। ভক্তদের জন্য সব ব্যবস্থা করা হয়েছে, এটিএস এবং কমান্ডো মোতায়েন রয়েছে।"