Country

3 hours ago

Assembly elections begin in Delhi:দিল্লিতে শুরু বিধানসভা ভোট; লড়াই ৭০টি আসনে, আঁটোসাঁটো সুরক্ষা

Assembly elections begin in Delhi
Assembly elections begin in Delhi

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : রাজধানী দিল্লিতে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দিল্লিতে মোট বিধানসভা আসনের সংখ্যা ৭০, বুধবার সকাল ৭টা থেকে দিল্লিতে ভোটগ্রহণ শুরু হয়েছে, ভোটদান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন এক কোটি ৫৬ লক্ষের বেশি ভোটার। দিল্লিতে বিধানসভা নির্বাচনের গণনা হবে আগামী ৮ ফেব্রুয়ারি, শনিবার।

সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য ১.৮ লক্ষের বেশি বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। দিল্লিতে এবারের বিধানসভা নির্বাচনে লাই হচ্ছে মূলত ত্রিমুখী। বিজেপি, আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে জোরদার টক্কর হচ্ছে। গত বিধানসভা ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি। মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস খাতা খুলতেই পারেনি। তবে এ বারের ভোটে আশাবাদী কংগ্রেস। অন্যদিকে, এএপি এবং বিজেপি কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দিল্লিতে এএপি, কংগ্রেস এবং মায়াবতীর বিএসপি (বহুজন সমাজ পার্টি) ৭০টি আসনেই লড়ছে। অন্য দিকে, বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮টি আসনে। একটি করে আসন ছেড়েছে এনডিএ-র দুই সহযোগী, জেডিইউ এবং এলজেপি (রামবিলাস)-কে।

মোদীর আহ্বান দিল্লির গণতন্ত্র উৎসবে সেখানকার ভোটারদের সামিল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘যাঁরা প্রথম বার ভোট দিতে যাচ্ছেন, সেই তরুণ প্রজন্মকে আমার বিশেষ শুভেচ্ছা।’’

You might also like!