Entertainment

17 hours ago

Subhasree Ganguly: ক্ষুদের সাফল্যে গর্বিত মা শুভশ্রী! তারকা দম্পতির পুত্র ইউভানের দারুণ চমক

Little Yuvan
Little Yuvan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ-শুভশ্রীর পুত্র ইউভান এখন বেশ জনপ্রিয় সামাজিক মাধ্যমে। ইতিমধ্যেই ছোট্ট ইউভানের দারুণ সব মুহূর্তের সাক্ষী থেকেছে  নেটপাড়া। জন্মের পর দেখতে দেখতে ৪ বছর পেরিয়ে গেছে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান,ইউভানের। বর্তমানে সে কলকাতার একটি নামী স্কুলের ছাত্র। সেই স্কুলের একটি অনুষ্ঠানে এদিন  পারফর্ম করে ইউভান। আর ক্ষুদের সেই নাচের ভিডিও প্রকাশ করলেন তাঁর মা  শুভশ্রী। ক্ষুদের এই মিষ্টি মুহূর্তের ভিডিও দৃষ্টি আকর্ষণ করেছে নেটিজেনদের একাংশে। 

গর্বিত মা শুভশ্রী তাঁর ইনস্টাগ্রামে ছেলে ইউভানের স্কুলের অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করে লেখেন, “আমার সোনা, আমার সোনা, আমার সোনা।” আর তার সঙ্গে তিনটি লাল রংয়ের হৃদয়ের ইমোজিও জুড়লেন গর্বিত মা।অভিনেত্রীর শেয়ার করা একটি রিলে দেখা গিয়েছে, স্কুলের অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে একঝাঁক কচিকাঁচা। খুদেদের ভিড়ের মাঝে রয়েছে ইউভান। পরনে কমলা রংয়ের পোশাক। গানের তালে তালে নাচছে ছোট্ট ইউভান। 

আরও একটি ভিডিয়োতে দেখা যায় স্টেজ থেকে বেরনোর সময় ইউভান সেখান থেকেই কার সঙ্গে চেঁচিয়ে কথা বলছে। বলাই বাহুল্য ছেলের গর্বে এদিন গর্বিত মা। শুভশ্রী ভিডিয়ো পোস্ট করতেই অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন,  'একেবারেই মায়ের মতো।' অপরজন লিখেছেন, 'মনে হচ্ছে মায়ের দেখানো পথেই হাঁটবে।' আকৃতি কক্কর যিনি কিনা অভিনেত্রী ভীষণ ভালো বন্ধু তিনিও এই পোস্টে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই স্কুলের খেলায় ‘চ্যাম্পিয়ন’ হয়েছিল ইউভান। পুরস্কার হিসেবে পেয়েছিল মেডেল। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত রাজ। সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে লেখেন, ‘সন্তান, সন্তান, সন্তান।’ ছোটবেলার স্পোর্টস ডে-র আনন্দই আলাদা। সেই আনন্দ যেমন ইউভান উপভোগ করেছে, তেমনই রাজ-শুভশ্রী। ছেলের বিশেষ দিনে স্কুলেও গিয়েছিলেন তারকা দম্পতি।  

তারকা মা-বাবার সাথে ছেলে ইউভানের খুনসুটি সহ নানান মুহূর্ত নেটপাড়ায় জনপ্রিয়। বলা বাহুল্য, এবারের এই ভিডিও নেটিজেনদের দারুণ সাড়া পেয়েছে।  

You might also like!