International

5 hours ago

Landslide in Kenya: ভয়াবহ ভূমিধস কেনিয়ার পশ্চিমাঞ্চলে; মৃত ২১, নিখোঁজ বহু

Landslide in Western Kenya
Landslide in Western Kenya

 

নাইরোবি, ২ নভেম্বর  : পূর্ব আফ্রিকার কেনিয়ার পশ্চিমাঞ্চলের মারাকওয়েট ইস্ট এলাকায় প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসে জেরে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ৩০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ বলে জানিয়েছেন কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন। মন্ত্রী সামাজিক মাধ্যমের এক পোস্টে জানান, গুরুতর আহত প্রায় ২৫ জনকে হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানিয়েছেন, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাস্তা যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকার্যে বাধার মুখে পড়ছেন কর্মীরা। কেনিয়া রেড ক্রস সংস্থা জানিয়েছে, দুর্গত এলাকার বহু স্থানে এখনও পৌঁছানো সম্ভব হয়নি কাদা ও আকস্মিক বন্যার কারণে। সংস্থাটি স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি টানা ভারী বর্ষণের কারণে কেনিয়ার বিভিন্ন অঞ্চলে একাধিক ভূমিধস ও জলবাহিত দুর্যোগের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বৃষ্টিপাতের মাত্রা না কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

You might also like!