
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তিনি দাবি করেন, ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় বিগত আট বছরে বলিউডের কিছু কাজ হাতছাড়া হয়েছে। এ নিয়ে নানা মত প্রকাশ করেছেন বলিউডের তারকারা। বিতর্কের উত্তাপে এবার সরাসরি মুখ খুললেন এ আর রহমান।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সুরকার রবিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় বলেন, ‘বন্ধুরা, গান সবসময়ই আমার সংযোগ স্থাপন, উদযাপন এবং সম্মান প্রদর্শনের মাধ্যম। ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার বাড়ি। কখনও কখনও উদ্দেশ্য নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সঙ্গীতের মাধ্যমে উন্নতিসাধন, সম্মানজ্ঞাপনই লক্ষ্য। আমি কখনও কাউকে ব্যথা দিতে চাইনি।’ সেই ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “আমি ভারতীয় হিসেবে গর্বিত। দেশ আমার সৃজনশীল স্বাধীনতার মূল্য দিয়েছে।”
এই ভিডিওতেই তিনি নিজের কেরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করেন। জানান, ‘আমি জালা প্রকল্পে কাজ করেছি। সেটি ওয়েভস সামিটে প্রধানমন্ত্রী মোদির কাছে উপস্থাপন করা হয়েছিল। আমি নাগা সঙ্গীতশিল্পীদের সঙ্গে একটি স্ট্রিং অর্কেস্ট্রা তৈরি করেছি, সানশাইন অর্কেস্ট্রাকে পরামর্শ দিয়েছি। ভারতের প্রথম বহুসংস্কৃতির ভার্চুয়াল ব্যান্ড, সিক্রেট মাউন্টেন প্রতিষ্ঠা করেছি। আমি রামায়ণের সঙ্গীতেও হ্যান্স জিমারের সঙ্গে সহযোগিতা করেছি। এই সমস্ত অভিজ্ঞতা আমার সঙ্গীতের উদ্দেশ্যকে আরও শক্তিশালী করেছে।”
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়কালে একটি সাক্ষাৎকারে এ আর রহমান দাবি করেছিলেন, বিগত আটবছরে পালাবদলের কারণে বলিউডে অনেক কাজ তার হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি। এই প্রেক্ষাপটে তিনি বলেছিলেন, “যদিও বিষয়টি মুখের উপর আমাকে কেউ বলেননি, তবে কানাঘুষো এসব কথা আমার কাছে এসেছে।” অস্কারজয়ী সুরকার তথা গায়ক এও বলেন যে, “আন্তরিকতা দিয়েও যদি কাজ না আসে আমি আবার কারও কাছে গিয়ে নিজের তদবির করতে পারি না। কারও অফিসে গিয়ে বসে থাকতে পারব না।” এই বক্তব্যেই ধীরে ধীরে তুমুল বিতর্কের জন্ম দেয়।
