Country

13 hours ago

President Visit Uttarakhand : রাষ্ট্রপতি মুর্মু আজ থেকে ৩-দিনের উত্তরাখণ্ড সফরে

President Draupadi Murmu
President Draupadi Murmu

 

নয়াদিল্লি, ২ নভেম্বর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার থেকে তিন দিনের উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন। রাষ্ট্রপতি এদিন হরিদ্বারে পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল, রাষ্ট্রপতি মুর্মু উত্তরাখণ্ড রাজ্যের রজতজয়ন্তী উপলক্ষে দেহরাদূনে উত্তরাখণ্ড বিধানসভায় ভাষণ দেবেন। একই দিনে, তিনি নৈনিতালে রাজভবন প্রতিষ্ঠার ১২৫ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানেও যোগ দেবেন। মঙ্গলবার, রাষ্ট্রপতি কাইঞ্চি ধামে নিম কারোলি বাবা আশ্রম পরিদর্শন করবেন। পরে, তিনি নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের ২০ তম সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দেবেন।

You might also like!