Country

13 hours ago

Delhi AQI Today: বায়ুদূষণে জেরবার দিল্লি, রবিবারও দূষিত রাজধানীর বাতাস

AQI in National Capital Deteriorates To 'Very Poor' Category
AQI in National Capital Deteriorates To 'Very Poor' Category

 

নয়াদিল্লি, ২ নভেম্বর : বায়ুদূষণে জেরবার রাজধানী দিল্লি। রবিবারও দূষিত দিল্লির বাতাস। রবিবার জাতীয় রাজধানীতে বাতাসের গুণগতমান অত্যন্ত খারাপ ছিল। এইমস এবং আশেপাশের এলাকায় বায়ু মানের সূচক ছিল ৪২১, যা অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে। শনিবারই দিল্লিতে গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৪৫, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একধাক্কায় অনেকটাই বেড়ে গেল দূষণের পরিমাণ। রবিবার সকাল ৮টা নাগাদ আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৯৮, আলিপুরে ২৫৮, অশোক বিহারে ৪০৪, চাঁদনী চকে ৪১৪, দ্বারকা সেক্টর-৮-এ ৪০৭, আইটিও-তে ৩১২, মন্দির মার্গে ৩৬৭। ক্রমবর্ধমান দূষণের মাত্রা কমাতে দিল্লির বিভিন্ন অংশে ট্রাক থেকে জলের স্প্রিংকলার এবং অন্যান্য ধুলো নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে।

You might also like!