তিরুবনন্তপুরম, ৭ ফেব্রুয়ারি : কেরলের অর্থমন্ত্রী কে এন বালাগোপাল শুক্রবার রাজ্য বাজেট পেশ করলেন। শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী কে এন বালাগোপাল বলেছেন, "কেন্দ্রীয় সরকার কেরলের প্রতি অন্য রাজ্যের মতো ন্যায়বিচার করেনি। আমরা সময় মতোই ওয়ানাড পুনর্বাসন সম্পন্ন করব। প্রথম পর্যায়ে ৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হবে।"
বাজেট পেশ করার সময় কেরলের অর্থমন্ত্রী কে এন বালাগোপাল বলেছেন, "সব ধরনের অভিবাসনকে অন্ধভাবে উৎসাহিত করা উচিত নয়; এই পদ্ধতির সংশোধন করা দরকার।" কে এন বালাগোপাল আরও বলেন, "কোচি, কোঝিকোড় এবং তিরুবনন্তপুরম শহরের উন্নয়নের জন্য মেট্রোপলিটন প্ল্যান কমিটি গঠন করা হবে। এটি কেরলের নগরায়নকে ত্বরান্বিত করার পরিকল্পনার অংশ। তিরুবনন্তপুরম মেট্রো রেলের কার্যক্রম ২০২৫-২৬ সালে শুরু হবে।"