দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উত্তর প্রদেশের প্রয়াগে বসেছে মহাকুম্ভের আসর। প্রায় ৪৫ দিনের এই বিশেষ উৎসবে উত্তর প্রদেশের প্রয়াগ রাজ্যে এসে উপস্থিত হয়েছেন কোটি কোটি মানুষ। ১৪৪ বছর পর আয়োজিত এই মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করেছেন বলিউড ও টলিউডের বহু তারকা, সামিল হয়েছেন ত্রিবেনী সঙ্গমে পবিত্র স্নানে। ধর্ম-বর্ণ নির্বিশেষে ইতিমধ্যেই অনেকে পুণ্যস্নান সেরেছেন। এবারে পবিত্র স্নানের উদ্দেশ্যে মহাকুম্ভের প্রাঙ্গণে দেখা গেল সস্ত্রীক রাজকুমার রাওকে।
শুক্রবারই প্রয়াগরাজে পৌঁছেছিলেন তারকাদম্পতি। আর তারপরই আপামর সাধারন মানুষের সাথে মিশে গিয়ে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে পুণ্যস্নান সারেন। সংবাদমাধ্যমের সামনে তাঁর অনুভূতি ভাগ করার সময় বলেন, “মহাকুম্ভের পরিবেশ এত পবিত্র। এর আগে যখন স্ত্রীকে নিয়ে কুম্ভমেলায় যোগ দিয়েছিলাম, সেই আধ্যাত্মিক অভিজ্ঞতা আমার জীবন বদলে দিয়েছিল। এবারও তাই।” এরপরই অতীত অভিজ্ঞতার স্মৃতি আউড়ে রাজকুমার জানান, সেইসময়ে ঋষিকেশে স্বামিজীর সঙ্গে দেখা হয়। ওঁর থেকে আশীর্বাদ নিই। তার পর থেকেই স্বামিজীর সঙ্গে দেখা করতাম যখনই সুযোগ পেতাম। এবার ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়ে পুণ্যস্নান করলাম। এত বিশাল মাপের আয়োজন হয়েছে এখানে। প্রশাসনের সমস্ত কর্তা-কর্মী যাঁরা মহাকুম্ভের সঙ্গে যুক্ত তাঁদেরকে অনেক অভিনন্দন জানাতে চাই এমন আয়োজনের জন্য।
এদিন প্রয়াগরাজে চিদানন্দ সরস্বতী মহারাজের আশ্রমে ছিলেন রাজকুমার-পত্রলেখা। সেখান থেকেই আশ্রমের সদস্যদের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে যান তাঁরা। উন্মুক্ত শরীরে রাজকুমারকে দেখা গেল মন্ত্রোচ্চারণ করে ভক্তিভরে আস্থার ডুব দিতে। পত্রলেখাও তাই। সেখানে পুণ্যস্নান সেরে আশ্রমে ফিরে মহারাজের কাছ থেকে আশীর্বাদও নেন তাঁরা।
এদিন ইনস্টাগ্রামে প্রমথ নিকেতনের তরফে একাধিক ছবি পোস্ট করা হয়েছে রাজকুমার রাও এবং পত্রলেখার। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, ‘ভীষণ আনন্দিত বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী পত্রলেখাকে আমন্ত্রণ আপ্যায়ন করতে পেরে।’
শুক্রবার মহাকুম্ভে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তাও। এদিন নীনা গুপ্তা এবং সঞ্জয় মিশ্র সেখান থেকেই আগামী ছবি ‘বধ ২’-এর সফর শুরু করলেন। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানও করেনীনা গুপ্তা জানালেন, “জীবনে কোনওদিন এক ভিড় দেখিনি। সরকারকে ধন্যবাদ এত ভালো আয়োজন করার জন্য। দারুণ অভিজ্ঞতা।” প্রসঙ্গত,বিগত কয়েকদিনে বলিউড ও ক্রীড়া জগতের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্বও মহাকুম্ভ মেলায় গিয়েছেন। তাঁদের মধ্যে আছেন অভিনেত্রী হেমা মালিনী, অনুপম খের, ভাগ্যশ্রী, মিলিন্দ সোমান, কবি কুমার বিশ্বাস, ক্রিকেটার সুরেশ রায়না, কুস্তিগীর খালি, কোরিওগ্রাফার রেমো ডি'সুজা এবং কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর মমতা কুলকার্নি।