কলকাতা, ৯ ফেব্রুয়ারি : ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার রাতে নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় ২০টির বেশি ঝুপড়ি। রাত ১১টা নাগাদ আগুন লাগে বলে খবর। জানা গেছে, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। জানা গিয়েছে, ওই এলাকার বেশকিছু ঝুপড়ি গোডাউন হিসেবে ব্যবহার করা হত। যাতে কাপড়, জুতো ইত্যাদি মজুত থাকত।