দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন যদিও দাবি করেছে ভারতের বিভিন্ন তেল শোধনকারী সংস্থা রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে, তবে তা সম্পূর্ণ সত্য নয়। ভারত সরকারের এক সূত্র জানিয়েছে, রাশিয়ার থেকে অশোধিত তেলের আমদানি অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে কোনও পরিবর্তন হয়নি। সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছিল, আমেরিকার চাপ ও নিষেধাজ্ঞা এড়াতে ভারতের তেল সংস্থাগুলো রাশিয়ার তেল আমদানি বন্ধ করে দিয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও সেই খবরের উল্লেখ করে বলেছেন, তাঁর কাছে খবর এসেছে যে ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না এবং ভারতকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তবে সংবাদ সংস্থা এএনআই ভারতের সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানায়, ভারতীয় তেল সংস্থাগুলো এখনও রাশিয়ার তেল আমদানি অব্যাহত রেখেছে। “ভারতের জ্বালানি কেনার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ, বাজারের পরিস্থিতি, মজুত তেলের পরিমাণ ও চাহিদার ওপর নির্ভরশীল। আমরা কোনওরকম তথ্য পাইনি যে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করা হয়েছে,” এমনটাই দাবি করা হয়েছে। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও একদিন আগে জানিয়েছেন, তেল আমদানিতে রাজনৈতিক কোনও কৌশল কাজ করে না, বরং তা সম্পূর্ণ বাজারের চাহিদা ও পরিস্থিতির উপর নির্ভরশীল।
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও একদিন আগে জানিয়েছেন, তেল আমদানিতে রাজনৈতিক কোনও কৌশল কাজ করে না, বরং তা সম্পূর্ণ বাজারের চাহিদা ও পরিস্থিতির উপর নির্ভরশীল। এদিকে, আমেরিকা ভারতের ওপর রাশিয়ার তেল আমদানি বন্ধ করার জন্য চাপ বাড়িয়ে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছে। তবে ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে যে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। সুতরাং, বর্তমানে রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ভারত সরকারের অবস্থান যথেষ্ট স্পষ্ট — নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ভারত তার জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে রুশ তেল আমদানি অব্যাহত রেখেছে।