দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : পুজোর সামগ্রী মানেই অনেকের মনে ভক্তি ও শ্রদ্ধার অনুভব। কেউ কেউ গভীর নিষ্ঠা নিয়ে জোগাড় করেন ধূপ-দীপ-ফুল-বেলপাতা সহ যাবতীয় উপাচার। পুজো চলাকালীন এসব সামগ্রীর গুরুত্ব যেন অপরিসীম।কিন্তু একবার পুজো শেষ হয়ে গেলে, সেই সব সামগ্রী অনেক সময়েই অবহেলায় পড়ে থাকে রাস্তাঘাটে বা ফেলে দেওয়া হয় যেখানে-সেখানে। অনেকে বলেন, রাস্তায় পড়ে থাকা কোনওরকম পুজোর সামগ্রীতে পা দেওয়া মোটেও শুভ নয়। এ নিয়ে কী বলছে বাস্তুশাস্ত্র |
বাস্তুশাস্ত্র অনুযায়ী রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দেওয়া অশুভ বলে বিবেচিত হয়। যদিও এটি সরাসরি বাস্তুর মূল নীতির অংশ নয়। এটা মূলত ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িয়ে। বাস্তুশাস্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখা হয়, তা হলে বলা হয় রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দেওয়া উচিত নয়, তা হলে নেগেটিভ এনার্জি আকৃষ্ট হয়। পুজোর সামগ্রী একধরনের শক্তি বহন করে। যার ফলে সেটি যদি রাস্তায় পড়ে থাকে, তা স্পর্শ করলে সেই নেতিবাচক শক্তি শরীরে বা বাড়িতে প্রবেশ করতে পারে।
অনেক সময় রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দিলে মানসিক অস্থিরতা বা উদ্বেগ বাড়ে। আপনি নিজেই যদি মনে করেন আপনি কিছু পবিত্র জিনিসে পা দিয়েছেন, সেটা আপনার মনে অপরাধবোধ তৈরি করতে পারে। পাশাপাশি বিশ্বাস করা হয়, এমন কাজ করলে ঘরের ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। বা বাস্তু সাম্য নষ্ট হতে পারে।