Country

57 minutes ago

last full moon of 2025: বৃহস্পতিবার দেখা যাবে বছরের শেষ সুপারমুন

December's supermoon to be last full moon of 2025
December's supermoon to be last full moon of 2025

 

ভোপাল, ৪ ডিসেম্বর : বৃহস্পতিবার রাতের আকাশে দেখা মিলবে বছরের শেষ সুপারমুনের। এদিন সাধারণ সময়ের চাঁদের তুলনায় একটু বড় আর খানিক বেশি উজ্জ্বল দেখাবে চাঁদকে। খালি চোখেই দেখা যাবে চাঁদের ব্যতিক্রমী দৃশ্য| শীতের কুয়াশায় ঢেকে থাকা ডিসেম্বর রাত আরও রূপ পাবে আকাশের আলোয়। এ মাসের পূর্ণিমা যা কোল্ড মুন নামে পরিচিত, এবার দেখা দেবে সুপারমুন রূপে। বছরের শেষ ও অন্যতম বড় চাঁদ হিসেবে এই দৃশ্য দেখতে মুখিয়ে আছেন বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানী ও আকাশপ্রেমীরা।

উত্তর আমেরিকার প্রথম দিকের ঠান্ডা পড়ার সময় সাধারণত এ পূর্ণিমা দেখা দেয়। প্রথাগতভাবে একে "লং নাইটস মুন" কিংবা "মুন বিফোর ইউল" নামেও ডাকা হয়।চাঁদের কক্ষপথ গোল নয়, সামান্য চাপা। ফলে কখনও পৃথিবীর কাছে, কখনও দূরে অবস্থান করে। যে পূর্ণিমায় চাঁদ পৃথিবীর সবচেয়ে নিকটবিন্দু 'পেরিজি'র কাছাকাছি থাকে, সেটিই সুপারমুন। ডিসেম্বর ২০২৫ এ চাঁদ পৃথিবী থেকে থাকবে মাত্র ৩,৫৭,২১৮ কিলোমিটার দূরে যা তার স্বাভাবিক দূরত্বের তুলনায় অনেক কম। পূর্ণজ্যোৎস্না ঘটবে পেরিজির মাত্র ১২ ঘণ্টা পর, ফলে তার উজ্জ্বলতা ও আকার হবে নজরকাড়া।

মধ্যপ্রদেশের বিজ্ঞান–প্রচারক সারিকা ঘারু জানিয়েছেন, বৃহস্পতিবার চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসবে। দূরত্ব থাকবে প্রায় ৩.৫৭ লক্ষ কিমি। উঠতে উঠতেই আকার আরও বড় মনে হবে ‘মুন ইলিউশন’-এর কারণে। ভোর ৪টা ৪৪ মিনিটে চাঁদ পৌঁছবে সবচেয়ে কাছের বিন্দুতে। সুপারমুন হয় তখনই, যখন পূর্ণিমার চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে যাকে বলা হয় পেরিজি। তাই আজকের চাঁদ আলো–ঝলমলে লাগবে আরও বেশি।

You might also like!