Entertainment

42 minutes ago

Rajkummar Rao distributes sweets: নবজাতক কন্যার আগমনে আনন্দ উদযাপন, পাপারাজ্জিদের সঙ্গে মিষ্টি ভাগ করলেন রাজকুমার রাও

Rajkummar Rao distributes sweets to paparazzi
Rajkummar Rao distributes sweets to paparazzi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কথায় বলে, কন্যারত্ন। মেয়েরা ঘরের সৌভাগ্য ও আনন্দের প্রতীক। আর সেই সৌভাগ্য সম্প্রতি রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পত্রলেখার জীবনে এসেছে। বলিউড তারকা রাজকুমারের প্রথম সন্তান কন্যার আগমনে পরিবার ভরে উঠেছে আনন্দে।

রবিবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজকুমার সরাসরি পাপারাজ্জিদের হাতে মিষ্টি বিতরণ করেছেন। হাতে মিষ্টির বাক্স, মুখে চওড়া হাসি—নতুন বাবা হিসেবে এই আনন্দ যেন সকলের সঙ্গে ভাগ করতে চেয়েছেন তিনি। নবজাতিকার নাম সম্পর্কে জানতে চাইলে রাজকুমার জানান, “এখনও ঠিক হয়নি।” এখানেই স্পষ্ট, তিনি এখন কেবল কন্যার জন্মের উদযাপন নিয়েই ব্যস্ত। 

গত ১৫ নভেম্বর রাজকুমার ও পত্রলেখার চতুর্থ বিবাহবার্ষিকীতে ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। দেখতে দেখতে দুই সপ্তাহ বয়স হয়েছে ‘রাজ’কন্যার। ‘নিউটন’, ‘স্ত্রী’-এর হিরো আজ বাস্তব জীবনের গর্বিত পিতা। রবিবারের অনুষ্ঠানে রাজকুমারের পোশাক ছিল সাধারণ—কালো ট্র্যাক প্যান্ট, সাদা রাউন্ড-নেক টিশার্ট, কালো জ্যাকেট ও চোখে কালো রাউন্ড ফ্রেম চশমা। অভিনয় জগতের তারকা নয়, বরং সদ্য বাবা হওয়ার খুশি যেন প্রত্যেক মুহূর্তে ফুটে উঠছিল। 

রবিবার মুম্বইয়ের ওই অনুষ্ঠানে প্রবেশের সঙ্গে সঙ্গে উপস্থিতরা অভিনন্দন জানালে রাজকুমার ধন্যবাদ জানিয়ে মিষ্টি বিতরণ শুরু করেন। পাপারাজ্জিরা এমন দৃশ্য দেখে মুগ্ধ। সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে বাবা-মায়েরও নবজন্ম ঘটে—এই কথা রাজকুমারের ক্ষেত্রে পুরোপুরি সত্যি প্রমাণিত। দায়িত্বপূর্ণ বাবা হওয়ার পাশাপাশি তিনি নিজের সেলিব্রিটি ইমেজ সরলভাবে ঝেড়ে সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশতে পেরেছেন। 

You might also like!