Country

1 hour ago

Khaleda Zia amid health crisis: খালেদার অসুস্থতায় উদ্বিগ্ন মোদী, সব রকম ভাবে সাহায্যের আশ্বাস

PM Modi sends best wishes to Khaleda Zia amid health crisis in Dhaka
PM Modi sends best wishes to Khaleda Zia amid health crisis in Dhaka

 

নয়াদিল্লি, ২ ডিসেম্বর : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশ। উদ্বিগ্ন ভারতও। খালেদার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর চিকিৎসার জন্য ভারত সম্ভাব্য সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন মোদী।

সোমবার রাতে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যে ভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত।’ প্রধানমন্ত্রী মোদীর ওই বার্তার পরে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খালেদার দলও।

উল্লেখ্য, ৮০ বছর বয়সি বিএনপি নেত্রী দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। শারীরিক অবস্থা কোনও কোনও সময়ে স্থিতিশীল হলেও বিশেষ উন্নতি হয়নি বলেই জানা যাচ্ছে।

You might also like!